+0  
 
+1
557
1
avatar

প্রথমে জানা গিয়েছিল আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। এর কিছুদিন পর আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত জানায় তিন দিন পিছিয়ে মুম্বাইয়ে ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ। আর প্রথম ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই বছর পর ফেরা চেন্নাই সুপার কিংস।

আইপিএলের সম্প্রচার সহযোগি স্টার নেটওয়ার্কের অনুরোধে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছিল কর্তৃপক্ষ

off-topic
 Feb 15, 2018
 #1
avatar
+1

 আগের মতই বিকেলের ম্যাচগুলো বাংলাদেশ সময় সাড়ে ৪টায়। আর সন্ধ্যার ম্যাচগুলো রাত সাড়ে ৮টায় শুরু হবে।
এবার লিগ পর্যায়ের মোট ১৩টি ডাবল হেডার ম্যাচ খেলা হবে শনি ও রোববারে আর ৪৪টি ম্যাচ হবে সন্ধ্যায়। এছাড়া ১২টি ম্যাচ হবে বিকেলে।

এদিকে গভর্নিং কাউন্সিলের সভা শেষে আরও জানানো হয়েছে, চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের চারটি হোম ম্যাচ খেলবে মোহালিতে, বাকি তিনটি হবে ইন্দোরে। ফলে নবম ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে ইন্দোরের।

www.youtube.com/channel/UCbu-Lu9mfKXHpDzLrneJmUg

 Feb 15, 2018

3 Online Users

avatar